জবিতে ফের ছাত্র ধর্মঘট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারো সর্বাত্মক ছাত্রধর্ম ঘটের ডাক দিয়েছেন। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জবি লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহিদুল মাহি এ কমর্সূচি ঘোষণা করেন।
মাহি বলেন, শনিবার আমরা পুরান ঢাকাবাসীকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাস্তায়-রাস্তায় আলপোনা অংকন করবে, এবং প্রতিবাদী পথ নাটক আয়োজন করবেন। শনিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোন স্পষ্ট ঘোষণা না আসলে রবি ও সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেন তারা।
তিনি আরো বলেন, এতেও যদি সরকার আমাদের আহ্বানে সাড়া না দেয় তবে হরতালের মত কর্মসূচি আসতে পারে।
গত ২৫ দিনের কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য এবং আগামী দিনের কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান তিনি।
শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জবির আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। ঢাবি, জাবি, রাবি, শাবিপ্রবি, চবি, ঢামেকসহ বেশকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা জবির আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
তারা বলেন, আমরা হলে থাকি, আমার আরেক ভাই ১১ বছরেও হল পাবে না তা হতে পারে না।
তারা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হল থাকতে হবে। বঙ্গবন্ধু আন্দোলন করতে গিয়ে স্কুল থেকে বহিষ্কার হয়েছেন, জেল খেটেছেন।
সমাবেশে আরো সংহতি জানান, ঢাবি শিক্ষক রুবায়েত ফেরদস গনজাগরন মঞ্চের মূখোপাত্র ড. ইমরান এইচ সরকারসহ দেশের কজন বরেণ্য ব্যক্তিত্ব।
মন্তব্য চালু নেই