জবিতে নাইট কোর্স বন্ধের দাবীতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নাইট কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার দুপুর ১টায় জবির ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে জবি ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা বলেন, নাইট কোর্সের নামে বাণিজ্যিক কোর্স চালু করে বিশ্ববিদ্যালয়কে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে চাচ্ছে একটি মহল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাসরুম সংকটে জর্জরিত এ বিশ্ববিদ্যালয়ে নাইট কোর্স চালু করলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ব্যাঘাত ঘটবে দাবি করে তিনি বলেন, ইতিমধ্যে আইন অনুষদ ও বিবিএ অনুষদে নাইট কোর্স চালু রয়েছে। নতুন আর কোন বিভাগে এ বাণিজ্যিক কোর্স চালু না করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আহবান জানান তিনি।

সাধারন সম্পাদক মেহের আমজাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার, দপ্তর সম্পাদক প্রসেনজিত সরকার ও প্রচার সম্পাদক কৃষ্ণবর্মণ প্রমুখ। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে সংগঠনটি।



মন্তব্য চালু নেই