জবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ ও মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের গ্রেফতারী পরোয়ানার পক্ষে-বিপক্ষে ছাত্রলীগ-ছাত্রদল ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে।
প্রতক্ষ্যদর্শীরা জনান, সকাল ১০ টার দিকে ছাত্রদলের কিছু জুনিয়র নেতা-কর্মীরা তারেক রহমানের গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি জুয়েল মৃধা ও মোস্তাফিজ এর নেতৃত্বে কলাভবন থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির বাধা উপেক্ষা করে মিছিল করেছে বলে দাবী করেছেন ছাত্রদলের একাধিক নেতা কর্মীরা ।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধুকে কুটুক্তি করায় তারেক রহমানকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামের নেতৃত্বে দুপুর ১২.৩০ এর দিকে বিক্ষোভ মিছিল করে ভাস্কর্য চত্তরে সমাবেশ করে নেতা কর্মীরা ।
এছাড়াও সকাল ১১টার দিকে তারেক রহমানের গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে জবি ছাত্রদলের কাউসার কাদের মামুন সরকার এর নেতৃত্বে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে ন্যাশনাল মেডিকেলের সামনে আসলে পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ।
এসময় অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জবি ছাত্রদল নেতা ইমরান হোসেন মানিক, হাসান আল মামুন লিমন প্রমুখ।



মন্তব্য চালু নেই