জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া নিয়ে আজব এক তথ্য প্রকাশ করলো গবেষকরা

পিল খান। খিদেও বাড়বে। কীসের খিদে? বলা নিষ্প্রোয়জন। পিল খেলে সেক্স বাড়বেই বাড়বে। যৌন উত্তেজনা বাড়তেই থাকবে। যে সে কথা নয়। সাম্প্রতিক গবেষণায় ফুটে উঠেছে এহেন তথ্য।

এই গবেষণা করেছে জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল। জনস্বাস্থ্যর উপরে এই প্রতিষ্ঠান কাজ করে। হপকিন্স ব্লুমবার্গ স্কুলের পরীক্ষায় বেরিয়ে এসেছে এক অভিনব তথ্য।

পরীক্ষায় দেখা গিয়েছে, যে মহিলারা গর্ভনিরোধক বটিকা নিয়মিত সেবন করেন, তাদের যৌন উত্তেজনা অনেক অনেক বেশি। আর যাঁরা পিল খান না, তাঁদের সেক্স তুলনায় কম।

প্রায় ২ লক্ষ ১০ হাজার মহিলাদের উপরে সমীক্ষা করে দেখেছে ব্লুমবার্গ স্কুল। আর সেই পরীক্ষাতেই বেরিয়ে এসেছে, গর্ভনিরোধক ব্যবহারকারী মহিলাদের যৌন উত্তেজনা অনেক বেশি।

হপকিন্স ব্লুমবার্গ স্কুলে ডাক্তারির ছাত্র সুজান বেল। তিনি বলছেন, দেশ-কাল ভেদে মহিলাদের সেক্স নির্ভর করে। কোনও দেশের মানুষদের সেক্স বেশি হতেই পারে।

তবে গর্ভনিরোধক পিল ব্যবহার করেন না এমন মহিলাদের সেক্স বেশি, এমন নজির কিন্তু পাওয়া যায় না। ঘটনা হল, গর্ভনিরোধক বড়ি ব্যবহার করলে অবাঞ্চিত প্রেগন্যান্সির সম্ভাবনা কমে যায়।

তার ফলে মহিলাদের ভিতরে গর্ভবতী হওয়ার ভয় আর কাজ করে না। সেক্স লাইফও রঙিন হয়।



মন্তব্য চালু নেই