জন্মদিনে হৃতিককে এমন মিষ্টি শুভেচ্ছা সুজানই জানাতে পারেন
ডুগ্গুর জন্মদিন৷ সারা দেশ শুভেচ্ছা জানিয়েছে৷ সকাল থেকেই বন্যা বয়ে যাচ্ছে বার্থ ডে উইশের৷ ফেসবুকের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে বার্থ ডে বয় হৃতিক রোশনের নাম। তবে, এত শুভেচ্ছার মধ্যেও আলাদা একটি শুভেচ্ছা। বিশেষ কারণ এই শুভেচ্ছা হৃতিককে জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান৷ হৃতিকের জন্মদিনকে হ্যাপিয়েস্ট করে তুলেছে তাঁর এই ইনস্টাগ্রাম পোস্ট৷ যাতে নিজের ফরাসি ভাষায় প্রাক্তন স্বামীকে ‘পবিত্র হৃদয়’ বলে উল্লেখ করেছেন সুজান।
বিচ্ছেদের পরও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছেন হৃতিক-সুজান৷ অনেকটাই নিজেদের সন্তানের খাতিরে। সম্প্রতি সন্তানদের সঙ্গে নিয়ে ফ্যামিলি হলি ডেও পালন করেছেন দু’জনে৷ তবে জন্মদিনে সুজানের এই ইনস্টা পোস্ট জন্ম দিয়েছে নতুন এক প্রশ্নের৷ তবে প্রেম আবার উঁকি দিচ্ছে এই ‘প্রাক্তন’ সম্পর্কে?-সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই