জন্মদিনে যার ঠোঁটে ঠোঁট রাখলেন সানি

সানি লিওনির আজ জন্মদিন। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী কয়েকদিন আগে বলেছিলেন ক্যামেরার সামনে চুমু খাবেন না। কিন্তু জন্মদিনেই সেই অঙ্গীকার ভেঙে ফেললেন? কার জন্য? খবর-এবেলা
কিছুদিন আগেই সানি বলেছিলেন ক্যামেরার সামনে আর চুমুও খাবেন না। কিন্তু জন্মদিন আসতেই সেই শপথ ভাঙলেন। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন তিনি। আবার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করলেন। সঙ্গে লিখলেন, ‘কে বলে আমি ক্যামেরার সামনে চুমু খাই না?’
কিন্তু কাকে চুমু খেলেন তিনি? অন্য কেউ নন, স্বামী ড্যানিয়েল ওয়েবারকেই জন্মদিনে চুম্বন করলেন সানি এবং ছবি তুলে আপলোড করলেন। জন্মদিনে স্বামী বা স্ত্রীকে চুমু খেতে এমন প্রতিজ্ঞাভঙ্গ তিনি করতেই পারেন।



মন্তব্য চালু নেই