জন্মদিনে বাবা মাশরাফির কাছে মেয়ের যে বায়না

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাহসী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে হুময়ারা মর্তুজার জন্মদিন আজ। জন্মদিনে বাবাকে কাছে না পেয়ে দিনটি ভালো কাটছে না ছোট্ট হুমায়রার।

তাই জন্মদিনে বাবার কাছে তার বায়না অন্যকিছু নয়; শুধু বাবাকে কাছে পাওয়া। তাইতো টেলিফোন করে হুমায়ারা বাবাকে বললো, ‘বাবা তুমি চলে আসো।’

কিন্তু বাবা আসবে কি করে? সে তো রয়েছে অনেক অনেক দূরে। তাই মেয়ের জন্মদিনে ফোনে শুভেচ্ছা জানানো ছাড়া আর কিছুই করতে পারছেন না মাশরাফি।

মাশরাফি এবং তার দল এখন এখানে, এই ব্যাঙ্গালুরুতে। আর এখানেই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, পরে ভারতের সঙ্গে ম্যাচও এখানে।



মন্তব্য চালু নেই