জন্মদিনে অঞ্জনা নিয়ে যা বললেন মনির খান

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি: ১৯৭২ সালে ০১ ই আগষ্ট ঠিক এই দিনে ঝিনাদহের মহেশপুর উপজেলার মদনপুর নামক গ্রামে জন্মগ্রহন করেন জননন্দিত কন্ঠ শিল্পী আজকের মনির খান। ০১ ই আগষ্ট আর এটা তার ৪৪ তম জন্মদিন।

বাঙালির এই প্রাণের কন্ঠ শিল্পী মনির খানের সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনীময় করার সময় একটি অন-লাইন নিউজ পোর্টালকে বলেন, “যতদিন বাঁচব ততদিন দেশের মানুষের জন্য গেয়ে যাব। আমার এ কন্ঠ দেশের মানুষের জন্য। মরণের আগের দিন পর্যন্ত দেশও দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যাব। এদেশের মানুষের জন্যই আমি আজ এই মনির খান, আমি এদেশের মানুষের প্রতি চিরকৃতজ্ঞ”।

মনির খানের গানে যে নাম চলে আসে তা হল “অঞ্জনা”। প্রতিটা এ্যালবামে একটি করে হলেও অঞ্জনা’র গান থাকবেই। আজকের এই ৪৪ তম জন্মদিনে অঞ্জনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নতুন করে কোন কিছুই বলার নেই, প্রতিটা গানে গানে সবাইকে বুঝিয়েছি। আর আজও এইটুকুই বলব সে যেখানেই থাক ভাল থাক”।



মন্তব্য চালু নেই