জনসম্মুখেই আমির-কিরণের রোমান্স
বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। সব কাজই তিনি ভেবে চিন্তে করেন।
কোনো বিষয়ে কথা বলা, জনসম্মুখে তার আচরণ সবকিছুই করেন মেপে মেপে। আর যদি হয় সংবাদ সম্মেলন বা কোনো অনুষ্ঠান তাহলে তো কোনো কথাই নেই। তবে এই আমির খানকেই কিনা দেখা গেল সবার সামনে স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে রোমান্স করতে।
সম্প্রতি ‘মু্ম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ (মামি)’র উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন আমির খান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কিরণ। অনুষ্ঠানের এক পর্যায়ে কিরণকে চুমু খান আমির। স্বাভাবিকভাবেই ফটোসাংবাদিকদের ক্যামেরায় তা বন্দি হয়ে যায়।
এদিকে গতকাল মুক্তি পেয়েছে আমির খান অভিনীত দাঙ্গাল সিনেমার ট্রেইলার। মুক্তির পর থেকেই সবার প্রশংসা পাচ্ছে ট্রেইলারটি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
মন্তব্য চালু নেই