জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির এক্সক্লুসিভ ইন্টারভিউ (ভিডিওসহ)
মাহিয়া মাহি; এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা। জন্ম: ২৯ অক্টোবর ১৯৯০ সালে, রাজশাহীতে। মাহিয়া মাহী বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১২-এ অভিষেক হয় “ভালবাসার রং” ছবির সাথে।
মাহিয়া মাহী সিনেমা অভিষেক করেন জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালবাসার রং ২০১২ তে, ২০১৩ সালে তিনি ৪ টি চলচ্চিত্রে অভিনয় করেন; অন্যরকম ভালবাসা, পোড়ামন, ভালবাসা আজ কাল, এবং তবুও ভালবাসা. ২০১৩ সালে মাহিয়া মাহীর পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়. তিনি ২০১৪ সালে “অগ্নি” এবং দেশা- দা লিডার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এছাড়া কলকাতায় দুই বাংলার ঐক্য ছবি রোমিও Vs জুলিয়েট-এ অভিনয় করেছেন।
মন্তব্য চালু নেই