ধারনা করা হচ্ছে ফেসবুক পেইজটি ফেইক

জনপ্রিয় অভিনেত্রী দিতি আর বেঁচে নেই!!!

“আরো একজন প্রতিভাবান অভিনেত্রী চলে গেলেন আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। তার মৃতুতে আমরা শোকাহত।” ঠিক এমনটাই জানা গেছে সাইমা ওয়াজেদ পুতুল এর ফেসবুক ফ্যান পেজ থেকে। তবে ফেসবুক পেইজটি দেখে ধারনা করা হচ্ছে এটি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম ও ছবি ব্যাবহার করে তৈরি করা একটা ভুয়া ফেসবুক পেইজ। কে বা কারা এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করেছে সেটা জানা যায়নি।

0,,18624819_303,00

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।

190837_1 diti1

আর বেঁচে নেই দিতি : অবশেষে ফেসবুক থেকে স্ট্যাটাস ডিলেট করে দিলেন পুতুল



মন্তব্য চালু নেই