জনপ্রিয় অভিনেত্রী জেনিফারের গোপন দৃশ্য ফাঁস!
সেলেব্রিটিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নগ্ন ছবি ও ভিডিও চুরির দায়ে এক ব্যক্তিকে আঠারো মাসের কারাদণ্ড দিয়েছে পেনসিলভানিয়ার একটি আদালত। ইতিমধ্যে রায়ান কলিনস নামের ৩৬ বছর বয়স্ক এই ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত ব্যক্তি ৬০০-রও বেশি অধিক মানুষের নাম এবং পাসওয়ার্ড চুরি করেছে। সেই তালিকায় যেমন রয়েছেন নামজাদা অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপটন, স্কারলেট জোহানসনের এবং ক্রিস্টেন ডান্স্টকে তিনি প্রতারণামূলক ই-মেলও পাঠিয়েছেন।
জানা গিয়েছেন, অভিযুক্ত কলিনস সবাইকে গুগুল কিংবা অ্যাপলের কর্মী সেজে ই-মেল করতেন। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন তারকার ছবি চুরির এই ঘটনা ‘সেলেবগেট’ নামে পরিচয় পায়। ছবি চুরির শাস্তি পেলেও ছবি ফাঁসের কোন অভিযোগ আনা হয়নি কলিনসের বিরুদ্ধে। যদিও আইক্লাউড হ্যাক করে চুরি করা জেনিফার লরেন্সের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার অভিযোগ আছে, যা ব্যাপক আলোড়ন তোলে।
মন্তব্য চালু নেই