জনদূর্ভোগ ফরিদপুরে…
জনদূর্ভোগ ১:
ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের অতি গুরুত্বপূর্ন এলাকায় অবস্থিত সৌন্দর্য্যময় স্বর্ণ কুটির মার্কেটটির সামনে একটু লক্ষ্য করুন। এই মার্কেটে ঢুকতে সামনের দুটি পথ যা কিনা সব সময় ময়লা স্তুপে ভরে থাকে আর এরপড় যদি হয় বৃষ্টি তাহলে ময়লা স্তুপে ভরা পানিসহ মার্কেটের সামনে পানির রাম রাজত্ব কায়েম হয় তখন এই মার্কেটে ঢুকতে আপনাকে উড়াল সেতু ব্যাবহার করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে সেটি এখানে নেই তাহলে কি করবেন অগত্যা আপনাকে বাড়ী ফিরে যেতে হবে। যাদের দেখার কথা সেই সব সরকারী প্রতিষ্ঠান যদি একটু সুনজর দেন তাহলে এই মার্কেটে আসা মানুষের জনদূর্ভোগ একটু কমবে বইকি।
জনদূর্ভোগ ২:
স্থানটি ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানের পাশে প্রফেসর শাহাবুদ্দিন বাড়ীর সামনের ক্যানাল, যেটি দিয়ে এলাকার সব ধরনের বর্জ্য বের হয়ে যাওয়ার কথা কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না আর হচ্ছে না বলেই এলাকার মানুষের জনদূর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলেই ক্যানালটির ময়লা আবর্জনা উঠে আসছে মানুষের বাড়ী ঘড়ে যা খুবই অসহনীয় অবস্থা। যাদের দেখার কথা সেই সব সরকারী প্রতিষ্ঠান যদি একটু সুনজর দেন তাহলে এই এলাকার মানুষের জনদূর্ভোগ একটু কমবে বইকি। ছবি -সঞ্জিব দাস।
মন্তব্য চালু নেই