জনগণ আন্দোলনকে প্রত্যাখান করায় খালেদা হরতাল তুলেছে : ফারুক চৌধুরী

রাজশাহী: বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে সন্ত্রাস চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংশ করতে চেয়েছিল। সন্ত্রাসের আন্দোলনকে জনগণ প্রত্যাখান করায় খালেদা জিয়া হরতাল তুলতে বাধ্য হয়েছে। জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমায় সাধারণ মানুষ আগুনে পুড়ে মারা গেছে।

গতকাল রোববার বিকেল ৩ টায় গোদাগাড়ী আইহাই উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে ২০ দলের নেত্রী খালেদা জিয়া প্রমাণ করেছে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে অংশ গ্রহণ না করে ভুল করেছে। জনগণ পেট্রোল বোমার বিরুদ্ধে এবং সন্ত্রাসী মূলক আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসায় অকার্যকর অবরোধের ঘোষণা থেকেও সরে আসতে বাধ্য হবে বেগম খালেদা জিয়া।

যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্বে করেন, উপজেলা যুব লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী জেলা যুব লীগ সভাপতি আবু সালেহ, রাজশাহী মহানগর যুব লীগ সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা যুব লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এ,এক,এম আসাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, কাকনহাট পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসিদুল গণি মাসুদ, মোহনপুর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগ সভাপতি পারভেজ মোশাররফ বাবু, গোদাগাড়ী পৌর ছাত্র লীগ সভাপতি আব্দুল হামিদ রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই