ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী
জনগণের রায় মেনে নেব
ফলাফল যাই হোক জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, ‘ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
এ সময় জনগণকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট প্রদান করেন। প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার মধ্য দিয়ে এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, ‘ভোট সাংবিধানিক অধিকার। ভোট দিলাম এ জন্য যে, আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পারলাম। ভোট প্রদান করে আমি খুব আনন্দিত।’
তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।’
শেখ হাসিনা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমি ভোট দিয়েছি। দীর্ঘ সংগ্রাম করে আমরা এই জায়গাটা প্রতিষ্ঠিত করেছি। মানুষ যাতে ভোট দিতে পারে, সে জন্য আমরা আন্দোলন করেছি।’
এ সময় বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জিতলে ভাল, না জিতলে আন্দোলন এই নীতি তাদের।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় তাই করবে সরকার।’

















মন্তব্য চালু নেই