জঙ্গি সুন্দরীর ফাঁদে পড়ে ইসরায়েলি সেনাদের সর্বনাশ
সুন্দরী হইতে সাবধান৷ ওর আহ্বানে সাড়া দেবেন না৷ এমনই গোপন নির্দেশিকা জারি করল ইসরায়েল সেনাবাহিনী৷ তাদের দাবি, ওই সুন্দরী প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের হয়ে প্রেমের ফাঁদ পেতেছে৷ তার ফাঁদে পড়লেই সব শেষ৷ কে এই সুন্দরী৷ তার জবাব মেলেনি৷ তার হদিস জানতে মাথা খুঁড়ে মরছে দুর্দান্ত গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা।
পেছনে নীল আকাশ আর দিগন্তজোড়া সাগর৷ তীরে সুইমিং কস্টিউম পরা এক লাস্যময়ী৷ তার হাসির আহ্বানে মাথা ঘুরে যাচ্ছে ইসরায়েলি সেনার৷ কখনও অদৃশ্য প্রেমের আহ্বান৷
কখনও সরাসরি হিব্রু ভাষায় চ্যাট করছে এই তরুণী৷ এই রহস্যময়ীর ছবি ঘিরে তোলপাড় ইসরায়েল৷ দেশটির প্রতিরক্ষা বিভাগ ও সেনাবাহিনীর অভিযোগ, এই ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করে হামাস জঙ্গি সংগঠন ইসরায়েলি সেনার মোবাইল নম্বর, ক্যামেরা ও মাইক্রোফোন হ্যাক করে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার তাল করেছে।
ভূমধ্যসাগর তীরে প্যালেস্টাইনের গাজা সিটি এলাকা৷ এটি রয়েছে হামাসের নিয়ন্ত্রণে৷ এখান থেকেই তারা ইসরায়েলি সেনার উপর বারে বারে হামলা চালিয়েছে৷ প্রত্যুত্তরে পালটা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা৷ মৃত্যু হয়েছে বহু মানুষের।
ইসরায়েলের সেনা কর্মকর্তাদের দাবি, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে ইসরায়েলের সেনাদের খুঁজে নেয় হামাস৷ সদস্যরা তারপর সুন্দরীর ছবি দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে৷ শুরু হয় তথ্য হাতিয়ে নেয়ার পালা৷ এই ফাঁদে পা দিয়ে বহু ইসরায়েলি সেনা এমন সব অ্যাপস ডাউনলোড করেছে তাতেই তাদের ফোন, ক্যামেরা এবং মাইক্রোফোন হামাসের কব্জায় চলে গেছে৷ তবে বড় ধরনের কোনো গোপন তথ্য জানতে পারেনি হামাস৷ দাবি করেছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা।-কলকাতা
মন্তব্য চালু নেই