জঙ্গি বিরোধী বয়ানের বিরোধীতায় স্কুলশিক্ষক আটক

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জুম্মার নামাজে জঙ্গি বিরোধী বয়ানের বিরোধীতা করায় মমতাজুর রহমান রায়হান (৩৫) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকা থেকে ওই স্কুলশিক্ষককে আটক করা হয়।

আটককৃত মমতাজুর রহমান রায়হান কুমিল্লা জেলার বরুলিয়া থানার বড়লক্ষ্মীপুর জয়াগ এলাকার আলী আকবরের ছেলে। তিনি স্থানীয় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কৃষি বিভাগের শিক্ষক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সারা দেশের মতো উপজেলার ভুলতা জামে মসজিদে জঙ্গি বিরোধী বয়ান করেন ইমাম সাহেব। নামাজ ও বয়ান শেষে মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবের কাছে জঙ্গি বিরোধী বয়ানের বিরোধীতা করেন স্কুল শিক্ষক মমতাজুর রহমান রায়হান। এ বিষয়টি থানা পুলিশকে জানানো হলে রাত সাড়ে ৯টায় ওই শিক্ষককে আটক করা হয়। আটককৃত স্কুল শিক্ষককে শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।



মন্তব্য চালু নেই