জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হয়ে যা বললেন বাসিন্দারা (ভিডিও)
সিলেটের শিববাড়ী এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া ৭৮ জনকে তাদের আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
উদ্ধার হওয়া বাসিন্দারা বলেছেন, সবার সহযোগিতায় নিরাপদে বের হয়েছেন। খুব দক্ষতার সঙ্গে তাদের বের করে আনতে সক্ষম হওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টার পর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো। এর মাঝে ৭৮জনকে অক্ষত উদ্ধার করা হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই