জঙ্গলে নিয়ে নারীকে রাতভর পুলিশের অত্যাচার

জঙ্গলে তুলে নিয়ে গিয়ে এক নারীকে রাতভর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বীরভূমের তিন থানার বিরুদ্ধে। অত্যাচারের পাশাপাশি, তার শরীরে ঘঁষে দেওয়া হয়েছে বিছুটি পাতাও। তার অপরাধ, তিনি তৃণমূল নেতার বাড়িতে বোমা মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীর কাকিমা।

বীরভূমের সাত্তোরের নির্যাতিত এই নারীর নাম হাইফুন্নেসা বিবি। শনিবার রাতে বর্ধমানের কাঁকসায় বাবার বাড়িতে ছিলেন হাইফুন্নেসা। সেখানেই অভিযুক্ত ভাইপো বিজেপি কর্মী শেখ মিঠুনের খোঁজে যায় পাড়ুই, ইলামবাজার ও বোলপুর থানার যৌথ টিম।

মিঠুনকে না পেয়ে হাইফুন্নেসা বিবিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তারপর রাতভর চলে অত্যাচার। জঙ্গলে গাছে বেঁধে শরীরে বিছুটি পাতা ঘঁষে দেওয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেডের আঘাতও করা হয়। হাতের তালুর মাংস খুবলে নেওয়া হয় বলেও অভিযোগ।

সকালে ইলামবাজার থানায় নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। থানার কাছ থেকেই হাইফুন্নেসাকে উদ্ধার করে বাড়ির লোকজন। গুরুতর জখম হাইফুন্নেসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই