ছয় দিন ভাবি সম্পর্কটা রাখব না : তসলিমা নাসরিন
সপ্তাহে ছয় দিন ভাবি সম্পর্কটা রাখব না। তারপরও রেখে দিই। রেখে দিই ভালোবাসি বলে, নাকি ভালোবাসার যোগ্য আর কেউ হাতের কাছে নেই বলে, জানি না। কেউ কেউ বলে ঝুলে থাকুক, ক্ষতি তো আর করছে না। তা করছে না। কিন্তু কাউকে ঝুলিয়ে রাখতে আমি পারি না। আমার দিন রাত ভেসে যায়।
আমার একটা সম্পর্ক থাকা মানে সম্পর্কটা ছাড়া আমার আর খুব বেশি কিছু না থাকা। কিন্তু অপরপক্ষর তিলমাত্র এদিক-ওদিক হয় না। যা ছিল তার, তা তো আছেই, আরও বরং শতাধিক যোগ হয়েছে। অসম সম্পর্ক থাকার চেয়ে না থাকাই বোধহয় ভালো।
সূত্র : লেখকের ফেসবুক পেইজ
মন্তব্য চালু নেই