ছোট ভাই বা ছোট বোন হওয়ার দুর্দান্ত ৭টি সুবিধা

ভাই-বোনের মধ্যে আপনিই কি ছোট? দাদা বা দিদির কোলে-পিঠে চড়ে বড় হয়েছেন? তাহলে নিশ্চয়ই আপনিও অনুভব করেছেন ছোট ভাই বা বোন হওয়ার এই ৭টি সুবিধে

১. বাবা-মায়ের অতিরিক্ত স্নেহ সর্বদা থেকেছে আপনার দিকে। দাদা বা দিদির সঙ্গে ঝগড়া বা মারামারি যাই হোক না কেন, বাবা-মায়ের বকা খেতে হয়েছে বড় ভাই বা বোনকে।

২. পোশাক-আশাকের ক্ষেত্রে দাদার বা দিদির ছোট হয়ে যাওয়া পোশাক পরতে হয়েছে ঠিকই, কিন্তু সত্যি করে বলুন তো, প্রিয় দাদা বা দিদির পোশাক পরার মধ্যে একটা আনন্দও কি ছিল না?

৩. আপনাকে বড় করে তোলার ক্ষেত্রে বাবা-মা-এর ভুলত্রুটি হয়েছে অনেক কম। কারণ আপনার দাদা বা দিদিকে মানুষ করার সময়ে নিজেদের ভুলগুলো থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন।

৪. দুই সন্তানের দিকে নজর দিতে গিয়ে বাবা-মার নজর আপনার দিকে পুরোপুরি পড়েনি। কিন্তু বাবা-মার নজরের আড়ালে থাকার তো কিছু সুবিধাও আছে, নাকি?

৫. একটি ব্রিটিশ সংস্থার সমীক্ষায় দেখা গেছে, ছোট ভাই বা বোনেরা অনেক চিন্তামুক্ত জীবনযাপন করতে পারে বলে তাদের মধ্যে রসবোধের পরিমাণ বেশি হয়।

৬. জীবনে ছোটবেলা থেকেই অনুসরণ করার মতো একজনকে পেয়েছেন। কে সে? কে আবার, আপনার দাদা বা দিদি।

৭. বাড়ির সবচেয়ে ছোট হওয়ার সুবাদে বয়ঃজ্যেষ্ঠদের সঙ্গে কীভাবে মিশতে হয় সেই শিক্ষা আপনি ছোটবেলাতেই পেয়ে গেছেন।-এবেলা



মন্তব্য চালু নেই