ছোট্ট একটি আমলে প্রতিরাতে মাফ হবে ৭০ হাজার গুনাহ্
শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মত হতে পেরে আমরা সত্যিই খুব ভাগ্যবান। কেননা মহান আল্লাহ তায়ালা শুধু মাত্র আমাদেরকে অর্থ্যাৎ মহানবী (সা)এর উম্মতদের বেহেশতে নেয়ার জন্য অনেক গুলো সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উত্তম মাস রমজান মাস। এই মাসের প্রতিটি রাতে একটি মাত্র সহজ আমল যদি কেউ করে তাহলে তার ৭০ হাজার গুনাহ প্রতি রাতে আল্লাহর রহমতে মাফ হয়ে যাবে। তাই সেই আমলটি চলুন এখনই জেনে নিই-
রমযান মাসের প্রতি রাত্রে অতিরিক্ত দুই রাকাত নামাজ আদায় করতে হবে। এই অতিরিক্ত আমল বা নামাজকে বলা হয় মুস্তাহাব। এই নামাজের প্রতি রাকাতে সূরা হামদের পর ৩ বার সূরা ইখলাস পড়তে হবে এবং নামায শেষ করে বলতে হবে-
سُبْحانَ مَنْ هُوَ حَفيظٌ لا يَغْفُلُ، سُبحانَ مَنْ هُوَ رَحيمٌ لا يَعْجَلُ، سُبْحانَ مَنْ هُوَ قآئِمٌ لا يَسْهُو، سُبْحانَ مَنْ هُوَ دائِمٌ لا يَلْهُو.
অতঃপর ৭ বার তাসবিহাতে আরবাহ (অর্থাৎ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার) পড়তে হবে এবং তার পর বলতে হবে:
سُبْحانَكَ سُبْحانَكَ سُبْحانَكَ، يا عَظيمُ اغْفِرْ لِىَ الذَّنْبَ الْعَظيمَ.
যে ব্যক্তি এই নামায পড়বে আল্লাহ তার ৭০ হাজার গোনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ।
মন্তব্য চালু নেই