ছোট্ট এই শিশুটি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা, কে সে জানেন?

অনেকের মুখের আদল এমন হয় যে বড়বেলার মুখ দেখে বোঝা যায় ছোটবেলায় কেমন দেখতে ছিল। কিন্তু সোনমের ক্ষেত্রে কথাটা কি বলা যায়?

সোনম কপূর বলিউডে নায়িকা হিসেবে এখনও পর্যন্ত দারুণ কিছু অ্যাচিভ না করলেও সুন্দরী তো বটেই। শুধু তাই নয়, ফ্যাশনিস্তা হিসেবেও সোনমের প্রচুর নাম-ডাক। আবার মাঝে-মধ্যে উৎপটাং কথাবার্তা বলে সংবাদের শিরোনামে আসাও তাঁর বৈশিষ্ট্য। বরং বলা যায়, যতটা না তিনি তাঁর ছবির জন্য চর্চিত, তার চেয়ে অনেক বেশি খ্যাতি পেয়েছেন তিনি তাঁর মুখরা স্বভাবের কল্যাণে।

কিন্তু বড় হয়ে সোনম যাই হয়ে উঠুন না কেন, এক সময় তো তিনি ছিলেন সরলতায় ভরপুর এক শিশু। সেই শিশুকেই ফিরে দেখেছেন সোনম বাবা অনিল কপূরের জন্মদিনে।

গত ২৪ ডিসেম্বর ছিল অনিল কপূরের জন্মদিন আর সেদিনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সোনম বাবার সঙ্গে তোলা তাঁর ছেলেবেলার তিনটি ছবি। একটি ছবিতে সোনম একেবারেই কোলের শিশু। অন্য দু’টি ছবিতে ধরা পড়েছে বাবার সঙ্গে কাটানো কিছু খুশির মুহূর্ত। সত্যিই কিন্তু সোনম ভারি মিষ্টি ছিল ছেলেবেলায়। -এবেলা।



মন্তব্য চালু নেই