ছোট্ট এই দুই শিশু আজকের কোন দুই তারকা?
আজ থেকে বহুবছর আগে ক্যামেরাবন্দি করা একটি মুহূর্ত। এতে দেখা যাচ্ছে দুজন শিশুকে। দুজনের মধ্যে একটি জায়গায় একটু অমিল। ছবিতে একজন একটু গম্ভীর অন্যজন হাস্যজ্বল। আবার দুজনের আরেকটি জায়গায় বেশকয়েকটি মিল আছে। দুজনই একাধারে সুরকার, কণ্ঠশিল্পী এবং সঙ্গীতপরিচালক। দুজনই এখন পর্যন্ত উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান।
প্রিয় পাঠক, নিশ্চয় আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। কৌতূহলী মন বারবার খুঁজে ফিরছে এই ছোট্ট দুই শিশুর নাম। এটাই স্বাভাবিক। তারকারা ছোটবেলায় কে কেমন ছিলেন তা দেখতে কার না মন চায়। তাই আর অপেক্ষা নয়, এবার জানিয়ে দেওয়া যাক কারা এই দুজন?
এই দুই শিশু আর কেউ নন, আজকের দুই সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদ (বামে) এবং ইমরান (ডানে)। দুটি ছবিই দুটি ভিন্ন সময়ে নিজেদের ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন এই দুজন যা আজ প্রিয়.কমের পাঠকদের জন্য এখানে তুলে ধরা হয়েছে।
মন্তব্য চালু নেই