ছোটবেলার ছবি দেখালেন সানি লিয়ন

সানি লিয়ন। এ নামের সঙ্গেই জড়িয়ে আছে আমাদের সমাজের জন্য নিষিদ্ধ আর ঘৃণ্য এক বিশেষণ। তারপরও বলিউড তাকে ছড়িয়ে দিয়েছে ভদ্রসমাজের ভেতরে।
পর্নো তারকা থেকে বলিউডের ছবিতে সুযোগ পাওয়া এই তারকাকে নিয়ে তাই বিকর্তের শেষ নেই। প্রতিভা নয়, শুধু শরীর দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। বিতর্কিত হলেও তাকে দিয়ে বাণিজ্য করার সুযোগও হাতছাড়া করছেন না অনেক প্রযোজক। তাই বলিউডে তিনি স্থায়ী আসনই পাচ্ছেন।
বিতর্কিত নায়িকা হওয়ার কারণে সানি যা কিছুই করুন না কেন, তা সংবাদ হয়ে যায়। আর পাঠকেরও কৌতুহল থাকে তাকে ঘিরে।
শনিবার তিনি টুইটারে তার ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন। আর লিখেছেন, যারা বিশ্বাস করতে চান না যে আমার বেড়ে ওঠা ভালো পরিবেশেই ছিল, এই ছবি তাদের জন্য।



মন্তব্য চালু নেই