ছোটপর্দায় যুদ্ধশিশু

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নারীদের ওপর ভয়াবহ নির্যাতন চালায় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসররা। সেই সময় ঘটে যাওয়া তেমনই কিছু ভয়াবহ ঘটনা নিয়ে বলিউডের পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত নির্মাণ করেন ‘যুদ্ধশিশু’ ছবিটি।

‘যুদ্ধশিশু’ ছবিটি গেল বছরের ১৬ মে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায়। এবার ছবিটি ছোটপর্দায় মুক্তি পেতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা’য় ছবিটি প্রচার হবে।

মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবির ইংরেজি নাম ‘চিলড্রেন অব ওয়ার : নাইন মান্থস টু ফ্রিডম’। যদিও ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ‘যুদ্ধশিশু’ শিরোনামে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, পবন মালহোত্রা, ফারুক শেখ, ভিক্টর ব্যানার্জি, তিলোত্তমা সোম, ঋদ্ধি সেন প্রমুখ।



মন্তব্য চালু নেই