ছোটপর্দাতেও হিট দীপিকা-রণবীর

বলিউডের এই সময়ের আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং। এই জুটি যেন টক অফ টাউনে পরিণত হয়ে গেছে। তারা যেখানেই যাক না কেন সব সময় থাকেন সবার আলোচনার বিষয়।

বড়পর্দায় ইতিমধ্যে প্রমাণ করেছে এই জুটি যে, তাদের পর্দার রসায়ন কতটা গ্রহন করেছে দর্শক। শুধু কি বড়পর্দা বাস্তবেও যে এই জুটিকে পছন্দ করেছে সবাই। সামনে মুক্তি পাচ্ছে এই জুটির নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’। এই ছবির প্রচারে হাজির হয়েছিলেন একটি টিভি সিরিয়ালের সেটে।

সবুজ রঙের শেরওয়ানিতে রণবীরকে লাগছিলও দেখার মতোই। আর দীপিকা পরেছিলেন মিন্ট গ্রিন শাড়ি। ‘স্বরাগিনী’ নামে সেই সিরিয়ালের সেটে সকল অভিনেতার সঙ্গে জমিয়ে নাচলেন এই তারকা জুটি। আবারো তারা বুঝিয়ে দিলেন বড়পর্দাতে যতটা হিট, ছোটপর্দাতে তারা তেমনি হিট জুটি।



মন্তব্য চালু নেই