ছেলে বন্ধুকে চুমু দিয়েছি বলে আমি সমকামি নই: বিবার
ক’দিন ধরেই ছেলে বন্ধুকে চুমু দেয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে অসংখ্য প্রশ্নবানে বিদ্ধ হচ্ছেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। বিভিন্নভাবে তাকে সমকামি বলেও উল্লেখ করা হচ্ছে। তবে এসবের জট খুললেন বিবারই। তিনি পরিস্কারভাবে সবাইকে জানিয়ে দিলেন যে, তিনি সমকামি নন।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া জাস্টিন বিবারের ওই ভিডিওটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেনম, যারা আমাকে সমকামি বলতে চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, ছেলে বন্ধু চুম্বন করলেই তাকে সমকামি বলা যায় না।
২১ বছর বয়সী জাস্টিন জানান, তিনি এবং তার এক ঘনিষ্ট ছেলে বন্ধু বিমানে ছিলেন। কে বা কারা তাদের এই ভিডিওটি প্রকাশ করেছেন তা তিনি জানেন না। তবে যাই হোক এজন্য জাস্টিন পরিস্কারভাবে জানিয়েছেন একটি ছেলে অন্য একটি ছেলেকে চম্বুন করলে তা সমকামিতার পর্যায়ে পরে না।
উল্লেখ্য, সম্প্রতি পপ তারকা জাস্টিন বিবারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয় তাকে তার এক ছেলে বন্ধু চুম্বন করছে।
মন্তব্য চালু নেই