ছেলের পরিচালনায় ওমর সানী-মৌসুমী

নতুন একটি টেলিছবিতে জুটি বাধছেন ওমর সানী-মৌসুমী। এক ঘন্টা তিরিশ মিনিটের ‘ডেস্টিনেশন-২’ টেলিছবিতে নতুন রূপে হাজির হচ্ছেন তারা। টেলিছবিটি পরিচালনা করছেন তাদের পুত্র ফারদিন এহসান স্বাধীন। স্ক্রিপ্টটাও তার লেখা। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। ১৯ নভেম্বর থেকে শুরু হবে শুটিং।

ফারদিন জানালেন, ‘আমার দেখা সেরা জুটি তারা। তাদেরকে নিয়ে কাজটা আশাকরি ভালো হবে। আমার আগের প্রোডাকশনটা করে কিছু অভিজ্ঞতা হয়েছে। সেখানকার অভিজ্ঞতা এবার কাজে লাগাবো।’

উল্লেখ্য, এর আগে ফারদিন ‘ব্ল্যাক এপার্ট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে তার প্রথম টেলিছবি, ‘ডেস্টিনেশন’। এতে অভিনয় করেছিলেন ওমর সানী ও সুজানা জাফর। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় হাত দিয়েছেন দ্বিতীয় প্রজেক্টে।



মন্তব্য চালু নেই