ছেলের জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা সালমানের মায়ের !

আজ ঘোষণা হচ্ছে বলিউড তারকা সালমান খানের ভাগ্যলিপি অর্থাৎ তার হত্যা মামলার রায় । সালমানের জন্য গোটা বলিউড শঙ্কা আর উদ্বিগ্নের মধ্যে পড়ে আছে । সালমানের পরিবারের সদস্যরাও বেশ চিন্তিত সালমানকে নিয়ে। সালমান খানের মা সালমা মন্দিরে মন্দিরে ঘুরে তার ছেলের জন্য প্রার্থনা করছেন। সালমান খানের বাবা সেলিম খান জানিয়েছেন তিনি সবচেয়েই বেশি উদ্বিগ্ন। সেলিম খান জানান, যদি বলি আমি উদ্বিগ্ন না তাহলে মিথ্যা বলা হবে। তবে আমাকে খুবই শক্ত থাকা উচিত। আমি ভেঙে পড়লে গোটা পরিবার ভেঙে পড়বে। তিনি বলেন, কিন্তু আমরা আশাবাদি পরিস্থিতি ভালোর দিকে যাবে।

যদি সন্তানের সাথে কিছু হয় তাহলে বাবা-মা’রাও সমানভাবে আক্রান্ত হয়। আমরা প্রার্থণা করছি যাতে সব ভালোর দিকে গড়ায়। বুধবার সকালে আদালতে সালমানের সঙ্গে তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান, বোন আলভিরা এবং অর্পিতা। সালমানের ছোট বোন অর্পিতা আজ সকাল সাড়ে ৯টার দিকে টুইট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রার্থনা, সহযোগিতা এবং ভালবাসার জন্য। “আজকের দিনটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি আমরা একা নই। ভালবাসা আর আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ”।

গতকাল সন্ধ্যায় সালমান বেশিরভাগ সময় তার বাসায় ছিলো। যতোটা সম্ভব স্বাভাবিক ছিলো সে। সালমান তার বন্ধুদের মেসেজের জবাবও দিয়েছিলো। পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়েছেন তিনি। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মাসে এই অভিনেতার গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন। প্রসিকিউশন দাবি করেছেন, সালমান রেইন বার ও জুজুর একটি রেস্টুরেন্টে মদ্যপান করেছিলেন। এরপর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এতে ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন সালমান খান। এ ঘটনায় তার ১০ বছরের জেল হতে পারে।



মন্তব্য চালু নেই