ছেলেকে নিয়ে তামিমের ওমরাহ পালন

বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল তার ছেলে আরহাম নিয়ে ওমরাহ পালন করেছেন। শুক্রবার ওমরাহ পালন শেষে দু’জনের ছবিই নিজের ভেরিফাইড ফেসবুক পেউজে পোস্ট করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছবিটি পোস্ট করে তামিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ছোট্ট আরহামের সঙ্গে আজ ওমরাহ পালন করলাম। আমাদের দু’জনের জন্য দোয়া করবেন।’ (Alhamdulillah, performed Umrah today with little Arham. Please keep us in your prayers)।

ছবিতে দেখা যাচ্ছে ছেলে আরহাম একটি সোফায় শুয়ে আছে এবং তার পাশেই সাদা পোশাক পরে বসে আছেন তামিম।



মন্তব্য চালু নেই