ছেলেকে নিয়েই এখন সময় কাটাচ্ছেন ক্যাটওমেন

৩৩ বছর বয়সী হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে ছেলেকে নিয়ে বেশ হাসিখুশি সময় কাটাচ্ছেন।ইদানিং কাজের থেকে বেশি সময় দিচ্ছেন পরিবারকে। গত ২৪ মার্চ একটি ছেলে শিশুর মা হয়েছেন হলিউডের দম্পতি অ্যান-শ্যুলম্যান।স্বামী অ্যাডাম শ্যুলম্যান জানান, ‘প্রতি মুহূর্তে তাঁকে চমকে দেন অ্যান হ্যাথওয়ে!’ তিনি আরও বলেন যে, কাজের সূত্রে অ্যান কখনও বাইরে গেলে সারাক্ষণ তিনি পরিবারকে মিস্ করেন। একজন মা হিসেবে ওর ভূমিকা দেখে ওকে প্রশংসা না করে পারি না।উল্লেখ্য, ১৯৯৯ সালে ইংরেজি সিরিজ ‘গেট রিয়েল’-এ অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেন হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। ২০০৬ সালে ‘দ্যা ডেভিল অয়্যারস্ প্রাডা’ ছবিটির সফলতার পর পরই হলিউডের পর্দায় জনপ্রিয়তা পান তিনি। ২০১২ সালে ব্যাটম্যান সিরিজের তৃতীয় ছবি ‘ডার্ক নাইট রাইসেস’-এ ক্যাটওমেনের চরিত্রে অভিনয় করে আবারো আলোচনায় আসেন অ্যান। ২০১৫ সালে হলিউডের নির্মাতাক্রিস্টোফার নোলান-এর সিনেমা ‘ইন্টারস্টেলার’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ বছর হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জনি ডেপের অভিনীত ‘অ্যালিস থ্রু দ্যা লুকিং গ্লাস’-ছবিটিতেও দেখা যাবে অ্যান হ্যাথওয়েকে।

































মন্তব্য চালু নেই