ছেলেকে দিয়ে মাশরাফির বৈশাখী শুভেচ্ছা
ছেলে সাহেলকে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা দেশবাসির কাছে পৌঁছে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পেইজে ছেলে সাহেলের বৈশাখী ঢঙের একটি ছবি প্রকাশ করে ম্যাশ লিখেছেন, ‘এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও। বৈশাখী শুভেচ্ছা নিও। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
১৯৮৩ সালের ৫ অক্টোবর যশোর জেলার নড়াইলে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফি। তাঁর জন্মের ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর জন্ম নেন দ্বিতীয় সন্তান সাহেল মুর্তজা।
নড়াইলের ছোট্ট শহরে কেটেছে মাশরাফির ছেলেবেলা। একই গ্রামের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে তখন থেকেই প্রেমের সম্পর্ক তাঁর। একপর্যায়ে ২০০৬ সালের সেপ্টেম্বরে পরিবারের সম্মতিতে বিয়ে করে নেন দুজন। মাশরাফির দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান মেয়ে হুমায়রা মুর্তজা আর দ্বিতীয়জন ছেলে সাহেল মুর্তজা।
এদিকে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় বলে দেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির জার্সি গায়ে জড়ান মাশরাফি। এরপর থেকে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে শিকার করেছেন ৪২টি উইকেট।
ব্যাট হাতে ৩৯ ইনিংসে করেছেন ৩৭৭ রান। অপরাজিত ছিলেন ১১ বার। টি-টোয়েন্টিতে রেকর্ড ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তাঁর নেতৃত্বতে লাল-সবুজের দেশটি জিতেছে ১০টি ম্যাচ। যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য।
মন্তব্য চালু নেই