ছেলেকে থানায় না দিয়ে পারলেন না অসহায় বাবা

পুত্রের যন্ত্রণায় থানা পুলিশের হাতে তুলে না দিয়ে পারলেন না অসহায় এক বাবা। ঘটনাটি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদরে বিএস ডাঙ্গী গ্রামের। মান্নান বেপারীর মাদকাসক্ত পুত্র মাসুদ বেপারীকে (১৫) প্রশাসনের হাতে তুলে দেন তার পিতা।
এ ঘটনা ঘটে সোমবার দুপুর ১ টার দিকে।
জানা গেছে, ঘটনার দিন তার মায়ের কাছে নেশা করতে টাকা চায় সে। মা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত মাসুদ লাঠি দিয়ে মা’র মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে।
চিৎকার শুনে তার বাবা এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে ধাওয়া করে সে। পরে তার বাবা বিরক্ত হয়ে এলাকাবাসীর সহায়তায় মাসুদকে ধরে ফেলে। আটককৃত অবস্থায় মাসুদ তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়।
পরে বাবা বাধ্য হয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দেন। বখাটে বন্ধুদের পাল্লায় পড়ে মাসুদের এ অবস্থা হয়েছে বলে জানান এলাকার কয়েকজন।
মন্তব্য চালু নেই