ছুটি না পেয়ে ওয়েবক্যামে বিয়ে সারলেন এই ব্যক্তি
কথায় বলে, নাওয়া-খাওয়ার সময় নেই। তাই বলে, কাজের চোটে বিয়ে করার সময় নেই! এমনটাই হল এক ব্যক্তির সঙ্গে। ছুটি না পেয়ে ওয়েবক্যামেই সারতে হল বিয়ে। ওয়েবক্যামের মাধ্যমে নিজের বিয়ে সারলেন কেরলের কোল্লামের বাসিন্দা হ্যারিস। তিনি এখন কর্মসূত্রে সৌদি আরবে থাকেন।
সৌদি আরবে নিজের বিয়ের দিনেও কাজে আটকে পড়েন হ্যারিস। ভারতে আসতে পারেননি। এদিকে, বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে। এধরনের পরিস্থিতিতে সাধারণত মানুষ বিয়ে বাতিল করে দেন, না হলে অন্য তারিখে বিয়ে করেন। কিন্তু হ্যারিস অভিনব কায়দায় সম্পন্ন করলেন তাঁর এই দায়িত্ব। ওয়েবক্যামের সাহায্যে ভিডিও কল করে বিয়ে করলেন তিনি।
সূত্রের খবর, বিয়েতে পাত্রের ভূমিকা পালন করেছেন হ্যারিসের বোন। বিয়ের রীতি অনুযায়ী সমস্ত জায়গায় পাত্রীর পাশে পাত্র হিসেবে দাঁড়িয়েছেন হ্যারিসের বোন। এমনকি পাত্রীর গলায় পবিত্র সুতোটিও তিনি বেঁধে দিয়েছেন। হ্যারিস বিয়েটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারলেন কারণ, তিনি আসতে না পারলেও, তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা সবাই এসেছিলেন বিয়েতে। আসেনি শুধু বর।
মন্তব্য চালু নেই