ছিনতাই মামলার আসামিরা জামিনে এসে বাদিকে প্রাণ নাশের হুমকি
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট নিজপাড়া গ্রামের ছিনতাই মামলার আসামিরা জামিনে এসে মামলার বাদিকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়েছে।
জানাগেছে, ধাপেরহাট নিজপাড়া গ্রামের বুদা আকন্দের পুত্র আলু ব্যবসায়ি নবাব আলীকে গত ২১ ফেব্রুয়ারি বিকালে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের মনিরুজ্জামান (মনু), আশাদুল, শওকত আলী গংরা পথে আটকিয়ে মারপিট করে আলু বিক্রির ১লক্ষ ১০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মর্মে নবাব আলী বাদি হয়ে গত ১১ মার্চ সাদুল্যাপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে। যাহার নং ০৯/১৫। ওই মামলার আসামীগন সম্প্রতি বিজ্ঞ আদালতে জামিনে এসে ১৯ মার্চ রাত ১২ টার দিকে বাদিকে মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। অন্যথায় জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে নবাব আলী বাদি হয়ে গত ২২মার্চ ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং ৪১৯/১৫।
মন্তব্য চালু নেই