ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

নগরীর কোতোয়ালী থানার মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের ছুরিকাঘাতে মামুন (৩৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুপক্ষের এ সংঘর্ষ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে কোতোয়ালী থানার মিউনিসিপ্যাল স্কুলের সামনে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের ছুরিকাঘাতে মামুন (৩৭) ও নিজাম (২৫) নামে দুই ছিনতাইকারীসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এদের মধ্যে ভোর ৫টার দিকে মামুন মারা যান এবং নিজামসহ আরেকজন চিকিৎসাধীন রয়েছে।’

নিহত মামুনের বাড়ি কুমিল্লা জেলায় এবং তিনি নগরীর বাকিলয়া থানার বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিউ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এদের মধ্যে নিহত মামুন ছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুইজনসহ মোট ৮জনকে আটক করা হয়েছে বলে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন।



মন্তব্য চালু নেই