ছাত্র সমাবেশে প্রধান অতিথি খালেদা জিয়া
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বেলা ২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ছাত্র সমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। সঞ্চালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
মন্তব্য চালু নেই