ছাত্রীকে যৌন নিপীড়নে জগন্নাথের শিক্ষকের শাস্তি

ছাত্রীকে যৌন নিপীড়নের শাস্তি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদাবনতি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মো. সাখাওয়াত হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে বলে উপাচার্য মীজানুর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তিনি।

উপাচার্য বলেন, “সাখাওয়াত হোসেনকে সহযোগী অধ্যাপক থেকে অবনমন করে সহকারী অধ্যাপক করা হয়েছে। এছাড়া পরবর্তী দুই বছর পদোন্নতির ব্যাপারে তিনি কোনো আবেদন করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।”

সাখাওয়াত হোসেন গত ২৩ এপ্রিল বিভাগের দশম ব্যাচের এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে।

এর তিন দিন পর ওই ছাত্রীসহ তার বাবা-মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছিলেন।

অভিযোগের পর ওই দিনই ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার পদাবনতি করা হল।

এর আগে গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক লুবনা জেবিনকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই