ছাত্রীকে ধর্ষনের দায়ে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের আজিজিয়া মুখসুদুল উলুম মাদরাসার শিক্ষক আব্দুল হামিদ (২৬) কে একই মাদরাসার ১ম শ্রেণির ৮ বছরের ছাত্রী কে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টায় মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

বেলা ১০ টায় ঘটনা জানাজানি হলে এলাকাবাসী শিক্ষক আব্দুল হামিদকে মসজিদের ভীতর তালা মেরে রেখে থানায় খবর দেয়। বেলা সারে ১২ টায় সিরাজদিখান থানা পুলিশ এস আই আ: সালাম ও এস আ মো. আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকাবাসী শিক্ষককে উত্তম মধ্যম দেয়। এদিকে শিশুটি অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। শিক্ষক আব্দুল হামিদ মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার গ্রামের মৃত আহমেদ মোল্লার ছেলে।

ধর্ষিতার মা জানান, সকালে কাজ করে এসে দেখেন মেয়ে ব্যাথায় কাঁদছে, মেয়ের কাছ থেকে ঘটনা শুনে মেয়েকে নিয়ে শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করে এবং জুতা পেটা করে। তখন এলাকাবাসী এসে শিক্ষককে আটক করে। এর পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার সুলতান জানান, মামলা প্রকৃয়া চলছে।



মন্তব্য চালু নেই