মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ ৩ জন গ্রেপ্তার

ছাত্রলীগ নেতার জামিন অপর ২ জন কারাগারে

মাগুরা প্রতিনিধি ॥ চুরি ও দস্যুতার অভিযোগে মঙ্গলবার রাতে শহরের ঢাকা রোড় এলাকা থেকে গ্রেফতার হওয়া মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতনকে জামিন দিয়েছেন আদালত। একই অভিযোগে আটক দুই জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মাগুরার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, মাগুরা শহরের ঢাকা রোড় এলাকা থেকে মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ রফিকুল ইসলাম রতন, সাদ্দাম ও স্বাক্ষর নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে। এদের নামে চুরি, ছিন্তায় ও ডাকাতির একাধিক অভিযোগ আছে। এছাড়া তাদের নামে মাগুরা সদর থানায় মামলা রয়েছে।

আসামী পক্ষের আইনজীবী শাখারুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে চুরি এবং দস্যুতার অভিযোগ এনেছে পুলিশ। মাগুরার সিনিয়র জুডিশিয়াল-২ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সম্পা বসু আসামী রফিকুল ইসলাম রতনকে জামিন জামিন দেন। অপর দুই আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই