ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমঃ ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, সড়কে আগুন জালিয়ে অবরোধ

ঝালকাঠিতে সড়কে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোট। বুধবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মানপাশা টেম্পোস্ট্যান্ডের সামনে পেট্রোল ঢেলে ও টায়ার জালিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে জোট নেতা-কর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।

এসময় ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক অবরোধকারীদের বাধা দেয়। অবরোধকারীরা ছাত্রলীগনেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে। তাকে ঝালকাঠি সড়র হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক আবদুল হালিম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে আহত ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর সহ নামধারী ১২ সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই