ছাত্রলীগের সম্মেলনে হাতাহাতি

ছাত্রলীগের ২৮তম সম্মেলনের প্রথম দিনে খাবার বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে চলে যান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে খাবার বিতরণ কালে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে খাবার বিতরণকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।
এর আগে বেলা সোয়া ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংসদ জাহাঙ্গীর কবির নানকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

































মন্তব্য চালু নেই