ছাত্রলীগকে হারিয়ে নৌকা বিজয়ী
মাদারীপুরের কালকিনি পৌরসভায় পুনঃভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনায়েত হোসেনের কাছে হেরে গেলেন ছাত্রলীগ নেতা মসিউর রহমান সবুজ।
মঙ্গলবার স্থগিত কেন্দ্র কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ করা হয়।
গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
কালকিনি পৌরসভার ১৭টি কেন্দ্রে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭ হাজার ১শ ২৯টি। আর আওয়ামী লীগের প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা মসিউর রহমান সবুজ নারীকেল গাছ প্রতীকে পান ৬ হাজার ৮৮ ভোট।
১০৪১ ভোটের ব্যবধানে ছাত্রলীগ নেতাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার কারণে কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।
মন্তব্য চালু নেই