ছাত্রলীগকে ধন্যবাদ

বকশীবাজারের ঘটনায় ছাত্রলীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সময়োপযোগী এই সিদ্ধান্তের কারণে ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন কামরুল ও দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে তারেক রহমানের বক্তব্যের বিচার ও শাস্তি চাই এবং চলমান রাজনীতি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার’ শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বকশীবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগ সঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘দুর্নীতি মামলার বিচারকে বাধাগ্রস্ত করা বড় দুর্নীতি। ভবিষ্যতে খালেদা জিয়া আদালতে যাবেন না বলেই গত বুধবার একটি অঘটন ঘটিয়েছে তারা। আগামী ৭ জানুয়ারি তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আদালতে যাবেন না। তাই এ ক্ষেত্রটি তৈরি করছেন তিনি। লাঠি নিয়ে আদালতে যাওয়া এটা কোনো ধরনের সংস্কৃতি? এ ধরনের আচরণ করে খালেদা জিয়া আদালতকে অপমান করেছেন।’

কামরুল ইসলাম বলেন, ‘একটু আগে শুনেছি, বিএনপি নেতা গয়েশ্বর রায় গ্রেপ্তার হয়েছেন। এরপর দেখবেন আস্তে আস্তে বিএনপির সব নেতাকর্মী হারিয়ে গেছে। আর একজন আছে দেখবেন কাঁথা বালিশ নিয়ে পার্টি অফিসে ঘুমিয়ে আছে। আর একটু পরপর সাংবাদিকদের ডেকে একটি সংবাদ সম্মেলন করবেন। তাদের আন্দোলনের হুমকি কাগুজে। তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। রাজনীতি করতে যে শক্তি লাগে তা বিএনপির নেই।’

একই অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে বিএনপি-জামায়াত রোধে ছাত্রলীগকে আরও কার্য্কর ভূমিকা রাখতে হবে।’

আগামীকাল গাজীপুরে কে সমাবেশ করবে বিএনপি না ছাত্রলীগ- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুরে কী হবে না হবে তা আইনশৃঙ্খলা বাহিনীই ভালো জানে।’

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, উপদেষ্টা জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই