ছাত্রলীগকে ছাত্রদলের হুঁশিয়ারি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ছাত্রলীগের করা বক্তব্য প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো: আকরামুল হাসান বলেন, ‘ছাত্রলীগকে সাবধান হয়ে নিজেদের কু-কর্মের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রদল পূবের্র অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ধরনের সন্ত্রাসীদের মোকাবেলা করবে।’
একই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি তারেক রহমানের দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য প্রত্যাহারের পরিবর্তে ভবিষ্যতে আরো ‘তথ্য ভিত্তিক বক্তব্য’ জাতির সামনে নিয়ে আসবেন বলে মন্তব্য করেন তারা।
বিবৃততি ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ ইতিমধ্যেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে ক্যাম্পাসগুলোতে সুশিক্ষা, সহ-অবস্থান এখন দুর অতীত। চাঁদাবাজি, খুন, হত্যা আর টেন্ডারবাজি তাদের নিত্যদিনের কর্ম। সেই সন্ত্রাসী সংগঠনখ্যাত ছাত্রলীগের আষ্ফালন দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না। আমরা ধিক্কার জানাই তাদের এমন আষ্ফালন এবং উদ্ধত্যপূর্ণ বক্তব্যকে।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে ক্ষমা না চাইলে খালেদা জিয়াকে কোনো সভা করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘জাতির কাছে তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে। তা না হলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেশের মাটিতে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।’
মন্তব্য চালু নেই