ছাত্রদের মারামারিতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই ফ্যাকাল্টির ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেলে মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে।

বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘ছাত্রদের দু’পক্ষের দফায় দফায় মারামারিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর ডা. গৌতম বুদ্ধ দাশ স্যার। এই সংক্রান্ত একটি নোটিশ বোর্ডে সাটানো হয়েছে। বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিকেল সাড়ে তিনটায় একাডেমিক কমিটির জরুরী বৈঠক আহ্বান করা হয়েছে।’

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও ফিশারিজ ফ্যাকাল্টির ছাত্রদের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি হয়। বিষয়টি রাতেই উপাচার্য মিটিয়ে দেন। এরপরও সকাল থেকে দুই পক্ষ আবারো সংঘর্ষে জড়ালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহতও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে অবস্থান রয়েছে।’



মন্তব্য চালু নেই