ছাত্রদল সভাপতি রাজিব রিমান্ডে

রাজধানীর রামপুরা থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান আসামিকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ মোড়ে প্রচেষ্টা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানা পুলিশ এ মামলাটি করে।

উল্লেখ্য,গত ১৯ জুলাই রাতে পটুয়াখালীতে রাজীব আহসানসহ ৬ জনকে ৪৫টি ইয়াবা সহ আটক করার দাবী করে পুলিশ। তখন থেকে রাজীব জেলহাজতেই আছেন। বিভিন্ন মামলায় একের পর রিমান্ডে নেয়া হচ্ছে তাকে।



মন্তব্য চালু নেই