ছাতা মাথায় সাকিবের কোলে চড়ে দাদার বাড়িতে অব্রি

গত ঈদুল আজহার কথা বলছি। সাকিব আল হাসান গিয়েছিলেন তার বাবার বাড়িতে। একা নয়, একেবারে মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে মাগুরায় বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের কোলে চড়ে সেদিন ছাতা মাথায় দিয়ে মেয়ে অব্রি দেখল দাদাবাড়ির ঈদ আয়োজন।

কী সেই আয়োজন? মাগুরা শহরের জেলাপাড়ায় সাকিবদের বাসায় মানুষের ভিড়। রীতিমতো লাইন লেগে আছে। দরিদ্র মানুষদের কোরবানির মাংস বিতরণ করা হচ্ছে। তত্ত্বাবধান করছেন সাকিবের বাবা মাশরুর রেজা। সাকিবও ছিলেন। আর সাকিবের কোলে অব্রি।

সেই ঈদে ফেসুবকে একটি ছবি পোস্ট করে সাকিব সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন মেয়ে অব্রি কোলে নিয়ে। তিনি বলেছেন, ‘আশা করি ঈদ অনেক আনন্দে ও পরিবারের সঙ্গে ভালোভাবে কাটবে। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন।’

সেই ঈদে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছিলো সাকিবদের মাগুরার বাসায়। একটির দাম পড়েছে ৮০ হাজার, অন্যটির ৮৫ হাজার। কোরবানির পরই মাংস বিতরণ করা হচ্ছে অন্যদের।



মন্তব্য চালু নেই