ছবির প্রচারে এখানে কেন যাননি ধোনি? জেনে নিন আসল কারণ
মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তি পেয়েছে ৩০ সেপ্টেম্বর। এই ছবি ব্যবসায়িক দিক থেকে দারুণ সফল। শুরুতেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছে ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি।
ধোনির বায়োপিক থেকে কত টাকা পেয়েছেন ধোনি? তা নিয়ে গোড়ায় আলোড়ন তৈরি হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। কপিল শর্মার জনপ্রিয় শোয়ে কেন দেখা যায়নি ধোনিকে? শুধু ধোনি নন, ধোনির বায়োপিকের কোনও অভিনেতাদেরই দেখা যায়নি কপিল শর্মার শোয়ে।
এর পিছনে কি রয়েছে অন্য কোনও কারণ? ধোনির সঙ্গে কি তাহলে কপিলের মনোমালিন্য? কপিল শর্মার শোয়ের তরফে জানানো হয়েছে আসল কারণটা। ধোনির সঙ্গে মোটেও সমস্যা নেই কপিল শর্মার। সম্পূর্ণ অন্য কারণে ধোনিকে দেখা যায়নি কপিলের শোয়ে। কপিল শর্মার শোয়ের তরফে বলা হয়েছে, ‘সেরকম কোনও ব্যাপার নয়। কোনও টেলিভিশন শোতেই কিন্তু ধোনি ছবিটি প্রমোট করেননি। এটাই আসল কারণ। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’
যুবরাজ সিংহ ও হ্যাজেল কিচকে সম্প্রতি দেখা গিয়েছে কপিল শর্মার শোয়ে। কিন্তু ধোনি ধরা দেননি সেই শোয়ে। সুশান্ত সিংহ রাজপুতও আসেননি শোয়ে।
মন্তব্য চালু নেই